সুন্নতে খাৎনা 2024, প্রাকের পক্ষ থেকে সুন্নতে খাৎনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ঢাকার সুবিধাবঞ্চিত অঞ্চলের প্রায় 20 জন ছেলেদেরকে বিনামূল্যে সুন্নতে খাৎনা করানো হয়, ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানেে উপস্থিত ছিলেন প্রাকের এডমিন মহিউদ্দিন ও কর্মকর্তাবৃন্দ।