শিক্ষা বৃত্তি প্রদান

প্রাকের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

অদ্য ০৯ জুলাই সকাল ৯:০০ ঘটিকার সময়, “পিপল রিএনিমেট অ্যান্ড এডভান্সমেন্ট কমিউনিটি (প্রাক)” এর উদ্যোগে ’এফোর্ট স্কুলের’ হলরুমে মেধাবী শিক্ষর্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাকের মাননীয় চেয়ারম্যান কর্নেল (অব:) অধ্যাপক ডা: জেহাদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক এডমিন অফিসার মোঃ মহিউদ্দিন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাক শিক্ষা কার্যক্রম বিভাগের সহকারী পরিচালক জুবায়ের হোসেন, শিক্ষাবিদ কাজী আমিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন এফোর্ট স্কুলের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- এফোর্ট বাংলাদেশ’ এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড: শেখ মোঃ রুহুল আমীন,

উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে ২৮ জন শিক্ষার্থীকে ১০০০/- টাকা করে মোট ২৮০০০/- (আটাশ হাজার) টাকা প্রদান করা হয়।

এছাড়াও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগীতা সমূহ-

১. কুরআন তিলাওয়াত,

২. কবিতা আবৃত্তি ও

৩. ইসলামী সংগীত প্রতিযোগীতা

প্রতিটি প্রতিযোগীতায় ১ জন করে মোট ৩ জনকে শিক্ষাবান্ধব পুরষ্কার প্রদান করা হয়। শিক্ষা বৃত্তি ও পুরষ্কার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব কর্নেল (অব:) অধ্যাপক ডা: জেহাদ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা বড় হয়ে, ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবে। তিনি আরো বলেন সর্বদা সত্য কথা বলবে এবং নিজ নিজ ধর্মের প্রতি আনুগত্যশীল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তোমরা পিতা-মাতা ও শিক্ষকদের কথা মেনে চলবে। অভিভাবকদেরকে আরো সচেতন হতে হবে। শিশুদেরকে নিয়মিত এবং সময়মত বিদ্যালয়ে উপস্থিত করার দায়িত্ব অভিভাবকদের। বিষয়টি গুরুত্বসহকারে নিতে হবে। উক্ত পরামর্শের মাধ্যমে প্রধান অতিথি তার বক্তব্য শেষ করেন।

সর্বোপরি অনুষ্ঠানের সভাপতি তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *