আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ‘পিপল রিএনিমেট & অ্যাডভান্সমেন্ট কমিউনিটি’ (প্রাক) সমাজের পিছনে পড়া সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের কার্যক্রম সমূহের মধ্যেঃ-
১.কর্মক্ষমদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বাড়িয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা, যেমনঃ- সেলাইমেশিন প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ, রিক্সা-ভ্যান বিতরণ, ভ্রাম্যমাণ ফলমুলের দোকান, সবজির দোকান এবং স্বল্পপূজি ব্যবসার জন্য প্রাথমিক পূজি ইত্যাদি প্রদান। আমরা আপনাদের দেওয়া যাকাত ও অনুদান অতিতের ন্যায় বিশ্বস্ততার সঙ্গে হকদারের নিকট যথাযথভাবে পৌছিয়ে দিচ্ছি। আশাকরি অতিতের ন্যায়/নতুন করে আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
যাকাত বা অনুদান পাঠানোর ঠিকানাঃ
একাউন্ট নংঃ A/C No. 0741020007316
আল-আরাফা ইসলামী ব্যাংক, মিরপুর-১০ শাখা।
বিকাশঃ 01756630028
যোগাযোগঃ মহিউদ্দিন 01756630028
আপনাদের বিশ্বস্ত
কর্ণেল (অবঃ) প্রফেসর ডাঃ Zehad Khan
চেয়ারম্যান
পিপল রিএনিমেট & অ্যাডভান্সমেন্ট কমিউনিটি (প্রাক)